বিয়ানীবাজারে কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ৯:২৪ অপরাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ফেজ প্রজেক্ট এনএটিটি প্রকল্পের আওতায় সিআইজিভুক্ত কৃষক-কৃষাণীদের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।
প্রশিক্ষকবৃন্দ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেপে, শিম, বেগুন, আম সহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমাণে উৎপাদনের উপর দিক-নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষকবৃন্দ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ভার্মি কম্পোস্টসহ অন্যান্য প্রাকৃতিক উপায়ে পেঁপে, শিম, বেগুন, আমসহ উদ্যানতাত্ত্বিক উচ্চফলনশীল জাতের ফসল অধিক পরিমাণে উৎপাদনের উপর দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ে সিইজিভুক্ত ৬০ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।কর্মশালা শেষে প্রযুক্তিতে উদ্বুদ্ধকরণে সিআইজিভুক্ত কৃষক-কৃষাণীদের মধ্যে উন্নতমানের বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।