বৈরাগীবাজারের মেয়ে উরবানা যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক হতে চায়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ৮:০২ অপরাহ্ণবিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের মেয়ে উরবানা যুক্তরাষ্ট্রে বৈজ্ঞানিক হতে চায়।
হাইস্কুল অফ ইকনমিক্স অ্যান্ড ফাইনান্স ম্যানহাটন নিউইয়র্ক ২০১৬ শিক্ষা বর্ষে শত শত হাই স্কুল ডিপ্লোমা অর্জনকারি ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথম স্থান (Valedictorian অ্যাওয়ার্ড) অর্জনকারি উরবানা আনাম ফুল স্কলারশিপ নিয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করে। সে এখন নিউইয়র্ক সিটির হেমিলটন কলেজে অধ্যয়নরত।
মেধাবী উরবানার একটি স্বপ্ন বৈজ্ঞানিক হওয়া। পিতা-মাতার আদর্শে বড় হওয়া উরবানা বৈরাগী বাজার এলাকার সোনালী দিনের মাঠ মাতানো খেলোয়াড় আনাম আহমেদ এবং শাহেদা বেগমের মেয়ে।
উরবানার এ সাফল্যের কারণ উল্লেখ করে গর্বিত পিতা আনাম আহমেদ বলেন আমেরিকার মতো দেশে সন্তানের পিছনে সব সময় জবাবদিহিতা মূলক তদারকির মাধ্যমে মেয়ের সাফল্যের প্রধান কারণ। আমার আশা আমার মেয়ে আমার এবং দেশের মুখ উজ্জ্বল করবে আপনার আমার মেয়ের জন্য দোয়া করবেন।
বৈরাগীবাজার বার্তা।