প্রথমবারের মতো উ. কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ণআন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো দুদিনের সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে পৌঁছাবেন তিনি। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন চীনের রাষ্ট্র প্রধান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলবেন কিম-জিনপিং।
আগামী ২৮-২৯ জুন জাপানে অনুষ্ঠ্যেয় জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ আগে জিনপিংয়ের এ সফর। বিশ্লেষকরা বলছেন, কোরীয় সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনায় গতি ফেরাতে ট্রাম্প-কিম মধ্যস্থতার চেষ্টা করবেন চীনা প্রেসিডেন্ট।
চলতি বছরের জানুয়ারিতে বেইজিং সফরের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম। এর আগে চীনে এই দুই নেতার চারবার দেখা হয় এবং প্রতিবারই চীন সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।