সিলেটে নূপুর সঙ্গীতালয়ের বর্ষপূর্তি উদযাপন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৯, ১:১৬ পূর্বাহ্ণসিলেট: দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ ও লেখক ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সঙ্গীতালয়ের ৪৭তম বর্ষপূর্তি অনুষ্ঠান শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কেক কাটা আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান।
সকাল থেকে দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম সদস্য ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এ. এফ. এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সঙ্গীতালয়ের পরিচালক কণ্ঠশিল্পী তুহিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট বিকাশ চৌধুরী, এডভোকেট আবুল কাশেম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বাউল হেলাল খান, মো. শাহাব উদ্দিন, প্রবীণ বেতার শিল্পী কামরুন নেছা সায়মা, প্রবীণ বাউল শিল্পী মুনতাহা সরকার, মাছুম আহমদ, গীতিকার এম. এ. কাশেম সরকার, গণসংঙ্গীত শিল্পী বাহা উদ্দিন বাহার, রঞ্জু কর, রুহুল আমিন সরকার, কণ্ঠশিল্পী রেখা বেগম, মানবাধিকার নেত্রী রত্না বেগম, পারভীন খান, রানু বৈদ্য প্রমুখ।