স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা হয়েছেন মাঠছাড়া। রাজনীতির এ পটপরিবর্তনে এখন মাঠ দখলে নিয়েছে বিএনপি-জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। এরপর থেকেই থানা কিংবা আদালতে একের পর এক হত্যাসহ বিভিন্ন কারণে মামলা হচ্ছে। এতে ক্ষেত্রবিশেষে আসামি করা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীসহ পেশাদার সাংবাদিকদের। এ বিষয়টি জানাজানির পর জেলা বিএনপি মামলায় নিরিহ ব্যক্তিদের আসামি না করতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এ বিষয়ে তাঁর ব্যক্তি নামীয় ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেন, প্রিয় সিলেট জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম —
বিভিন্ন নির্যাতনের শিকার এবং বিগত খুনী হাসিনা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষ থেকে যে সব মামলা মোকদ্দমা হচ্ছে তাতে অবশ্যই যারা দোষী তাদেরকে শাস্তি পেতেই হবে। তবে যাতে কোন নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর ভাবে নির্দেশনা দেওয়া আছে । কোন অবস্হায়ই কারো কোন ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে আসামী না করা হয় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট নেতৃবৃন্ধকে স্বরন করিয়ে দিতে চাই। যদি এই ধরনের কোন প্রমান পাওয়া যায় তবে আমরা সিলেট জেলা বিএনপি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।