শাহিদ চৌধুরী জাবেদ কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির সদস্য মনোনীত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৯, ১:৩৮ অপরাহ্ণসিলেট: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট যুবলীগের সাবেক দু’বারের সাধারণ সম্পাদক ও মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
গতকাল আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী স্বাক্ষরিত এক প্রত্যয়নপত্র শাহিদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ কেন্দ্রীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ পদে আসীন হওয়ায় দেশ বিদেশে তার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীরা বেশ আনন্দিত। তারা জাবেদকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়া অব্যাহত রেখেছেন।
অভিনন্দন বার্তায় তারা জাবেদের রাজনৈতিক সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের একনিষ্ঠ কর্মী।এজন্য জাবেদের রাজনৈতিক উত্থানে সিলেট তেলিহাওর গ্রুপে নতুন মাত্রা যুক্ত হয়েছে।