দক্ষিণ সুনামগঞ্জে বিএনপি নেতা ফারুক, দোয়ারায় আ. লীগের রহিম
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৯:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১ শত ৪২ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২ শত ৭ ভোট।
এদিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আশরাফি বাবু কাপ পিরিস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২ শত ৯০ ভোট।
বেসরকারিভাবে এসব তথ্য জানা গেছে।