অপুকে মাহির কড়া বার্তা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ১:২৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
গত ২২ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ও ডি এ তায়েব অভিনীত ছবি ‘অন্ধকার জগত’। এই ছবির প্রচারণায় ও প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন না মাহি। তিনি বলেন, ‘এই ছবিতে অনেক বেস্ট বেস্ট টেকনিশিয়ানরা কাজ করেছেন। ইচ্ছে ছিল সবাই মিলে প্রিমিয়ার শোতে যাব।
একসঙ্গে যাওয়ার জন্য আগের দিন রাতে সবাইকে ফোন দিলাম। যখন শুনলাম, তাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়নি, তখন মনটা ভেঙে গেল। আরও কষ্ট লেগেছে যখন দেখলাম, কার্ডের মধ্যে ছবির পরিচালক বদিউল আলম খোকনের নাম নেই। তাই আর যাওয়া হয়নি।’
ফেসবুকেও নিয়মিত নন মাহি। এ প্রসঙ্গে অগ্নিখ্যাত এই অভিনেত্রী বলেন, এর পেছনে কিছু কারণ আছে। এসময় স্বামী অপুকে কড়া বার্তা দিয়ে মাহি বলেন, যদিও বিষয়টি নিজেদের ব্যক্তিগত, তারপরও ‘বিচ্ছেদ’ গুঞ্জন ঢাকতে এটা বলা দরকার। অপুর সঙ্গে আগে অনেক ছবি পোস্ট করেছি। রোমান্টিক অনেক স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু অপু আমাকে নিয়ে খুব একটা ছবি তার ফেসবুকে দেয় না। রোমান্টিক পোস্টও নেই তার প্রোফাইলে।
তাই আমি ওকে বলেছি, যতদিন তুমি আমাকে নিয়ে রোমান্টিক পোস্ট দেবে না, ততদিন আমি তোমার সঙ্গে কোনো ছবি ফেসবুকে দেব না। অপু একদমই রোমান্টিক না। মাঝে মধ্যে ওর ওপর আমার রাগও হয়। তবে খুব ভালো মনের মানুষ সে।
উল্লেখ্য, শোবিজ জগতে বিয়ে ও বিচ্ছেদ নিত্য-নৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়তই কোনো না কোনো বিয়ের খবর না হয় বিচ্ছেদের খবরে সরগরম থাকে মিডিয়া। সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়েও গুঞ্জন বের হয়। শোনা যায়, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার জীবন ভালো যাচ্ছেনা মাহির।
এর জবাবে মাহি বলেন, ‘কিছু মানুষের কাজ গুঞ্জন রটানো। তারা সে কাজটাই করছে। আসলে আমাদের সংসার জীবনে এমন কিছু হয়নি। আমরা একসঙ্গেই থাকছি, একই আছি।’
এই অভিনেত্রী বলেন, ‘অপুর সঙ্গে আমি এখন (শনিবার) সিলেট থেকে ঢাকায় আসছি। জরুরি এক সংবাদে শুক্রবার সকালে আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম। এখন আমরা ঢাকার পথে।’