৬৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর সড়কের কাজের উদ্বোধন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৯, ৩:৫৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমে দেশের সর্বস্তরের জনগণ সন্তুষ্ট। সরকারের উন্নয়নমুখী কাজের মূল্যায়ন করে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তারই ধারাবাহিকতায় সিলেট-সুলতানপুর সড়কের উন্নয়ন কাজ চলছে।
মোহাম্মদ আবু জাহিদ গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে ৬৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-সুলতানপুর সড়কের পুননির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান ঠিকাদার নূরুল মজিদ চৌধুরী, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।