সদরে নৌকা জিতবে, সেভাবেই সংগঠন গড়েছি: শাহীন চাকলাদার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৯:৫০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, যশোর।।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যশোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের দড়াটানায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শাহীন চাকলাদার বলেন, আমি কখনো দলের বিরুদ্ধে যায় নাই। সর্বশেষ সংসদ নির্বাচনে ৬টি আসনে নৌকার মার্কার বিজয় উপহার দিয়েছি।
আমি নিজে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বর্ধিত সভা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছি। নিজ দায়িত্বে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। সব প্রার্থী জয়ী হয়েছে। আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনেও সদর আসনে নৌকার প্রার্থী জয়ী হবে। সেভাবেই সংগঠন গড়েছি।
শাহীন চাকলাদার আরও বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী। বঙ্গবন্ধু স্বস্তি ও শান্তির কথা বলেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে শান্তি ও স্বস্তি দিয়েছেন। জনগণ শেখ হাসিনার পাশে আছে। জনগণ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। উন্নয়নের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, শহর আওয়ামী লীগের নেতা ইউসুফ সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।