শপথ নিলেন সুলতান মনসুর

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
একাদশ জাতীয় সংসদের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার শপথবাক্য পাঠ করান।
গত ৩০ ডিসেম্বরের ভোটে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। ডাকসুর সাবেক এই ভিপি এই নির্বাচনে গণফোরামের হয়ে নির্বাচন করেছিলেন।
এছাড়া গণফোরামের আরেক নির্বাচিত সাংসদ মোকাব্বির খানের আজ শপথ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আজ শপথ নেননি। যদিও ‘অনিবার্য কারণবশতঃ’ আপাতত শপথ না নিলেও পরবর্তীতে তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন।