প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে আসছেন ডা. দেবী শেঠি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় ঢাকায় আসছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। সোমবার দুপুরের দিকে আসবেন ভারতের এই চিকিৎসক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুরোধে প্রখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ডা. মোস্তফা জামান।
ডা. দেবী শেঠিকে গ্রহণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে।
এর আগে রোববার রাতে ঢাকায় আসেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ ৩ চিকিৎসক। তাদের পরামর্শে এই মুহুর্তে ওবায়দুল কাদেরকে বিদেশে নেওয়া হচ্ছে না বলে জানানো হয়।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিক মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, সিঙ্গাপুর থেকে একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ, একজন পুষ্টি বিশেষজ্ঞ ও একজন টেকনিশিয়ান এসেছেন। তারা ওবায়দুল কাদেরের রিপোর্ট ও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
ওবায়দুল কাদেরের অবস্থা একটু উন্নতি হয়েছে। এ কারণে আজ সকাল ১০টা পর্যন্ত দেখা হবে। যদি আরও উন্নতি হয়, তাহলে হয়তো এখনই দেশের বাইরে নেয়া হবে না।
তবে দুপুরের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।