ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সিলেটে আ’লীগের দোয়া

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ১:৫৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গুরুতর অসুস্থ হওয়ায় তার দ্রুত রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) এর মাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আ.খালিক, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যক সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
অধ্যাপক জাকির হোসেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হূমায়ুন ইসলাম কামাল, মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল আলম রুহেল, জগদীশ চন্দ্র দাশ, জুবের খান, বদরুল ইসলাম জাহাঙ্গীর, সুয়েব আহমদ. জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর
যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, সালা উদ্দিন সালাই, জাবেদ সিরাজ, কয়েছ উদ্দিন আহমদ, জাফর আহমদ, বেলাল খান, রুহুল মালিক ছোটন, এম এইচ ইলিয়াস দিনার, মহানগর তাঁতী লীগের সদস্য সচিব শেখ আবুল হাসনাত বুলবুল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সহ নেতৃবৃন্দ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।
সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।