ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা, বিদেশে নিতে অনাগ্রহী পরিবার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৯, ৮:৩২ অপরাহ্ণ
বিয়ানীবাজারবার্তা ডেস্ক।।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। সবশেষ ব্রিফিংয়ে বিএসএমএমইউ’র চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারিরীকি অবস্থা অল্প কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। তার হার্টে তিনটি ব্লক রয়েছে।
এদিকে আজ রোববার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুরের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।
এদিকে ওবায়দুল কাদেরের পরিবার চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার ক্ষেত্রে অনাগ্রহী বলে জানা গেছে।
এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।