কারওয়ান বাজারে গোডাউনে আগুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৯, ২:৪৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
রাজধানীর কারওয়ান বাজারে একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আগুন লাগার জায়গায় তাঁরা ময়লা পোড়াতে দেখেছেন। সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে।