গোলাপগঞ্জে ইকবাল চৌধুরীর নৌকার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৯, ৬:৩৪ অপরাহ্ণগোলাপগঞ্জ প্রতিনিধি।।
আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
শনিবার দুপুর ২টা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
এ সময় এড. ইকবাল আহমদ চৌধুরী উপজেলার গোলাপগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এবং নৌকায় ভোট দিয়ে গোলাপগঞ্জের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে ভোট দিয়ে সহযোগিতা করার আহবান জানান।
গণসংযোগ পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, বদরুল ইসলাম শুয়েব, আব্দুস সামাদ জিলু, এম এ মুহিত হীরা চেয়ারম্যান,মোস্তাক আহমদ চেয়ারম্যান,
মোস্তাব উদ্দিন কামাল চেয়ারম্যান, আকবর আলী ফখর, মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাবেক ছাত্রনেতা সুহেল আহমদ সাহেল, রুহেল আহমদ, মাসুম আহমদ, খায়রুল হক, ফরিদ উদ্দিন ইরান, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, ফজলুল আলম, জবান আলী, উজ্জল আহমদ, সাজলু লস্কর, রুমেল সিরাজ,
এনায়েত করিম খোকন, আবু সুফিয়ান আজম, ফখরুল আহমদ, জরুল ইসলাম, কামরান আহমদ, আলী আকবর লাবু, মনিরুল হক পিনু, কবির আহমদ, সাকিল আহমদ, নয়ন আহমদ সহ নেতৃবৃন্দ।