টঙ্গীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, টঙ্গী।।
টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৬) নামের এক ছাত্রলীগ কর্মী মারা গেছেন। শুক্রবার রাতে টঙ্গী বাজার মাতবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিন্স গাজীপুরের টঙ্গী পুর্ব থানার বনমালার জহুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সিরাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু বলেন, নাহিদ টঙ্গী থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
নাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাহিদ টঙ্গী বাজারের মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাসায় ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
নাহিদ পথচারীদের সাহায্য চাইলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার হাসপতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়া হয়।
ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।