আবারো বিমানের জরুরি অবতরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৯, ৬:০৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
বিমানের একটি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উড্ডয়নের সময় ঢাকা-সিলেট রুটের বিমানটির চাকা ফেটে যায়। ফলে এটির জরুরি অবতরণ করানো হয়।
বিমানের ৬৬ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন। এছাড়া চাকা পরিবর্তন জন্য বিমানটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হচ্ছে।