কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৯, ১০:১২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
কক্সবাজারের টেকনাফে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুদ জামান।
জানা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হন।
তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজির আহমেদ (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫)।