ভোটকেন্দ্রেই প্রিজাইডিং অফিসারের মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ৩:২৪ অপরাহ্ণঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দায়িত্ব পালনের সময় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, ওই কর্মকর্তা আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটকেন্দ্রে তার স্বাভাবিক মৃত্যু হয়।
এদিকে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির জানান, দায়িত্ব পালনের সময় সহকারী প্রিজাইডিং অফিসার অসুস্থতা বোধ করেন।
তাৎক্ষণিক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।