অস্ত্রসহ গ্রেফতার দুই

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
চট্টগ্রাম নগরের কর্ণফুলি এলাকা থেকে একটি ওয়ান শ্যুটারগানসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোর্শেদুল আলম (২৫) ও কর্ণফুলি উপজেলার বাসিন্দা মো. আব্দুল আজিজ (৩০)।
র্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে লাল কস্টেপে মোড়ানো একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে।