আ.লীগ নেতা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৩:২৯ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোর্শেদ আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুরে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কানুরামপুর বাজারে রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এতে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
এ সময় রাস্তার দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশের ওসি কামরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও আসামিদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে যান।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মোয়েজ্জমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুর রহমান, নিহতের স্ত্রী তাসলিমা আক্তার ও ভাই সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আসামিদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে কানুরামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা করেন।
মামলার অনেক আসামি এখনও গ্রেফতার হয়নি। এছাড়া অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।