বিয়ানীবাজার পৌরসভায় টাওয়ার হ্যামলেটস’র স্পিকার আয়াছ মিয়া সংবর্ধিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ৭:২৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার পৌরসভায় ব্রিটেনের বারা অব টাওয়ার হ্যামলেটস’র স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিয়ানীবাজারের বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক প্রতিনিধিত্বশীল ব্যক্তিশীল উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা দিবাকর পালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, বিয়ানীবাজারউপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, জকিগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান আবুল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল শফিক, বদরুল ইসলাম,
যুক্তরাজ্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিক আহমদ আশুক, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিব প্রমুখ।
বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের স্পিকার আয়াছ মিয়া পৌরসভায় পৌছালে পৌর মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা ফুলেল অভ্যর্থনা প্রদান করেন।