সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২২ পূর্বাহ্ণঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতদের স্মরণে আজ সারাদেশে পালন করা হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।
দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।
রোববার মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছিল।
সেই নোটিশে বলা হয়, বুধবার রাতে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হবে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা ভয়াবহ আগুনের ঘটনায় সরকারি হিসাবে ৬৭ জনের প্রাণহানির কথা বলা হলেও বেসরকারি হিসাবে ৮১ জনের কথা বলা হয়েছে।
এ ছাড়া বেশ কয়েক জন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।