সিলেট নগরীতে স্কুল ছাত্র খুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ৯:২৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট নগরীর হাউজিং এস্টেটে নবম শ্রেণির শিক্ষার্থী সাহেদ আহমদ খুন হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ আহমদ ৫৪ চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
সাহেদের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন।