নৌকায় ভোট দিন, ছাতক হবে মডেল উপজেলা: ফজলুর রহমান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০ পূর্বাহ্ণ

বিয়ানীবাজারবার্তা২৪.কম, ছাতক।।
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। এই উন্নয়ন থেকে ছাতক উপজেলাবাসী বঞ্চিত হতে চায় না। ভিন্ন মতাদর্শের কেউ নির্বাচিত হলে উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করবে। উন্নয়ন কাজ থমকে যাবে।
আমাদের এমন কাউকে নির্বাচিত করতে হবে যারা সরকারকে, স্থানীয় সংসদ সদস্যকে সহযোগিতা করবে। এতে উন্নয়ন কাজ তরান্বিত হবে।
শনিবার দিনব্যাপী ছাতক পৌর সভার বিভিন্ন ওয়ার্ড ও পৌর শহরে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাতকের অলিগলি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মুখস্থ। উনার কাছে উন্নয়নের জন্ম চাইতে হয় না উনি সবই জানেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বাধীন সরকার এই মেয়াদে তৃণমূল পর্যায়ে একেবারে অজপাড়া গ্রামকে শহরের সাথে ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করেছেন। ইনশাআল্লাহ উপজেলা নির্বাচনে নৌকা বিজয়ী হলে ছাতক হবে মডেল উপজেলা।
গণসংযোগকালে ছাতক পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্নস্থরের সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।