ডাকসু নির্বাচন: ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভন জিএস রাব্বানী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে ভিপি ও জিএস পদে সংগঠনের শীর্ষ নেতারাই মনোনয়ন পেয়েছেন।
ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদন গোলাম রাব্বানী জিএস পদে ডাকসুতে লড়াই করবেন।
গতকাল রাতে গণভবনে এক বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্যানেল চূড়ান্ত করেন। বৈঠকে উপস্থিত নেতারা বলেন, ক্যাম্পাসের ছাত্রলীগের অনেক প্রার্থী ছিল।
এ ক্ষেত্রে ছাত্রলীগের কর্মকা-, ক্যাম্পাসে জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে ভিপি ও জিএস পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। আজ বিকাল ৪টায় ধানম-ির কার্যালয় থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।