বাবার লাশ বাড়িতে রেখেই বিয়ে করলেন ছেলে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।।
বাবার মৃত্যুতে বিয়ে থামেনি ছেলের। বাবার মৃত্যুর পর সৎকারের আগেই বিয়ে সেরে ফেলেন ছেলে। পরে নববধূকে বাড়িতে নিয়ে আসেন পাত্র। বৃহস্পতিবার ভারতের কালীপাহাড়ির কুমারডিহা এলকায় এমন ঘটনা ঘটেছে। এর আগের দিন বুধবার রাতে মারা যান বর পক্ষের পাত্র।
ভারতীয় গণমাধ্যম জানায়, কালীপাহাড়ির কুমারডিহার বাসিন্দা নবীন বাউড়ির (৫৯) ছেলে বাপির সঙ্গে কুলটির মিঠানি গ্রামের দীপিকা বাউড়ির বিয়ের দিন ছিল বৃহস্পতিবার।
কিন্তু বিয়ের আগের রাত (বুধবার) রেললাইনের কাছে পড়ে রয়েছে নবীনবাবুর দেহ। এ মৃত্যুর খবর পৌঁছায় কনের বাড়িতেও। পাত্রের বাড়ি থেকে জানানো হয়, দেহ সৎকার করলে অশৌচ শুরু হয়ে যাবে।
এ সময় বিয়ে হওয়া মুশকিল। তাই পাত্র ওই রাতেই বিয়ে সেরে তার পরে বাবার দেহ সৎকার করার ইচ্ছা করেন। এমন শোকের মধ্যে পাত্রীর বাড়িতে ফের শুরু হয় বিয়ের প্রস্তুতি।
পাত্রীর বাবা বৃন্দাবনবাবু বলেন, বেয়াইয়ের মৃত্যুটা কিছুতেই মানতে পারছি না। সব আয়োজন করাই ছিল। শোকের মধ্যেই আমরা শুধু পুরোহিত ডেকে বিয়েটা দিয়েছি।
ওই রাতেই নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন সেই ছেলে। বিয়ের আসরে বরের মামা রঞ্জিত বাউড়ি বলেন, এমন সময়ে এ মৃত্যু কোনওভাবেই মানা যায় না। আমরা ভবিষ্যতের কথা ভেবে বিয়েটা যাতে সুষ্ঠুভাবে হয়, তা দেখেছি।
পরের দিন বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ সৎকার করেন ছেলে।