বিছনাকান্দিতে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ৯:১৩ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম রাহুল আহমেদ (১৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকার শাহিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাহুল ও তার বন্ধুরা মিলে ৪০ জনের একটি দল ঢাকা থেকে বিছনাকান্দি ভ্রমণে আসে। বিকেল বেলা রাহুলসহ কয়েকজন বন্ধু মিলে বিছনাকান্দির জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামে।
এ সময় সাঁতার না জানায় সবার অজান্তে রাহুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ লাশ উদ্ধার করে বিধি মোতাবেক পরিবারের কাছে হস্তান্তর করেছে।