বিসিএল ডিরেক্টর খালেদ আহমদ ডালিম সংবর্ধিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১:১৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রাক্তন নেতা যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমেদ ডালিমের সম্মানে মুড়িয়া ইউনিয়নেের ৪নং ওয়ার্ড (ছোটদেশ) ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সভায় ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম গতিশীল করা এবং আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান খানকে বিজয়ী করতে সার্বিক আলোচনা করা হয়।
এর আগে বিসিএল ডিরেক্টর খালেদ মাহমুদ ডালিমকে ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
যুবলীগ নেতা আব্দুল করিমের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তারেক মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএল ডিরেক্টর খালেদ মাহমুদ ডালিম, যুবলীগ নেতা ইমরান হোসেন, আলী হোসেন, জামিল আহমদ, জাকির আহমদ, ছাত্রলীগ নেতা ছাদিক আহমদ, সাজন আহমদ, জুনেদ আহমদ রাহী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আহমদ এপলু, রিমন, জাহেদ, রাহী, মামুন, রাজু, হানিফ, সৌরভ, মেহেদি, তাহমিদ, ফারদীন প্রমুখ।