কুশিয়ারায় জেলেদের জালে বিশাল বাঘ আইড়

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৪৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে জেলেদের জালে কুশিয়ারা নদীতে বিশাল বাঘ আইড় ধরা পড়েছে।
আজ বুধবার সকালে বৈরাগীবাজারস্থ কুশিয়ারা নদীতে জেলে মুসলিম উদ্দিন ও আব্দুস শুক্কুরের জালে এ মাছটি ধরা পড়ে। স্থানীয়রা এ মাছটিকে বাঘ মাছ বলে থাকেন। বাঘের মতো মাছে শরীরে কালো ধূর রঙের ডোরা কাটা রয়েছে।
ধরা পড়া বাঘ মাছের ওজন প্রায় ৫০ কেজি। জেলে মুসলিম ও আব্দুস শুক্কুর মাছটির দাম এক লাখ টাকা হাকাচ্ছেন। স্থানীয়রা বিশাল এ মাছ দেখতে বাজারে ভীড় করছেন।
মুসলিম উদ্দিন ও আব্দুস শুক্কুর বলেন, আমরা বললেইতো কেউ এ দামে মাছ কিনে নেবে না। তবে আগ্রহী ক্রেতাদের সাথে দাস নিয়ে দরকষাকষি হতেই পারে। আমাদের লক্ষ্য পূর্ণ করতে পারলে মাছটি বিক্রি করবো।