গুরুতর অসুস্থ কুদ্দুস বয়াতি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৩২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুদ্দুস বয়াতির ছেলে ইলিয়াস।
তিনি বলেন, আব্বা গত ৭-৮ দিন ধরে কিছু খেতে পারছিলেন না। দুইদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাই।
কুদ্দুস বয়াতি বলেন, আমি এক সপ্তাহ ধইরা খাইতে পারি না। আমাগো ময়মনসিংহের এম এ আজিজ সাহেব এইখানে ভর্তি করাইয়া দিছেন। আমার খাদ্যনালীতে কঠিন সমস্যা, ডাক্তাররা চেষ্টা করতাছেন। সবাই দোয়া করবেন।