বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭ অপরাহ্ণনারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে বজ্রপাতে মোক্তার হোসেন নামে (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার উচিৎপুরা জাঙ্গালিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার হোসেন জাঙ্গালিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান হবির ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, সকালে মোক্তার হোসেন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে প্রতিদিনের মত গোসল করতে গিয়ে বজ্রপাতে আহত হন।
এ সময় আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলার এ টু জেড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।