ইয়াবার টাকায় গড়া প্রাসাদে ঘুমাতে দেব না :স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৪৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মাদক ব্যবসার অবৈধ টাকায় যারা প্রাসাদ গড়েছেন, তারা জেনে রাখুন— ওই প্রাসাদে আপনাদের ঘুমাতে দেয়া হবে না। আজ থেকে নাফ নদী অথবা বঙ্গোপসাগরে নৌকায় ঘুমিয়ে জীবন কাটাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার টেকনাফের পাইলট স্কুল মাঠে ১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, এখন থেকে বাংলাদেশ সীমান্ত দিয়ে আর কোনো মাদক বা অনুপ্রবেশকারীকে ঢুকতে দেয়া হবে না। এজন্য বিজিবিকে সীমান্তে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোস্টগার্ডকেও শক্তিশালী করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে কক্সবাজারে ৫৩ জন নিহতের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনে এই অভিযান আরও জোরদার করা হবে।
এ সময় তিনি আত্মসমর্পণকারী মাদক কারবারিদের নামাজ এবং দোয়া-দরুদ পড়ে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়ারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আকতার এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেকউল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।