ভেজা হাতে টিভি চালাতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাথী আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সাথী তারাকান্দা উপজেলার বিস্কা গ্রামে আক্তার আব্দুস ছালামের মেয়ে ও কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, আব্দুস ছালাম কলতাপাড়া তাল্লু মিলের পাশে একটি টিনশেড বাসায় সপরিবারে ভাড়া থাকেন। এখান থেকে তিনি ময়মনসিংহে বিভিন্ন জিনিস ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সকালে সাথী তার মায়ের সঙ্গে রান্নার কাজে সাহায্য করছিলো।
এ সময় সে ভেজা হাত নিয়ে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুতের তারে আটকে ঘটনাস্থলেই মারা যায়।
গৌরীপুর থানার এসআই শাহজালাল জানান, ‘এটি একটি দুর্ঘটনা। ভেজা হাতে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’