বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ৭:১০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ১০২ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করেছে সরকার। এর মধ্যে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটিও আছে।
এই কমিটির নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য হিসেবে আছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ছাড়াও স্পিকার, প্রধান বিচারপতি, সংসদের বিরোধী দলীয় নেতারা।
সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকায় থাকবেন।
কমিটিতে আরো রাখা হয়েছে, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের প্রতিনিধি এবং বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক কর্মী।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসছে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শত বছর পূর্ণ হবে। তার ঠিক পরের বছর ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধ। তার নেতৃত্বে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট মধ্যরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধুকে হত্যা করে।