এডভোকেট মুমিত স্বপনের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শহীদ পরিবারের সন্তান এডভোকেট সাঈদ আহমদ মোমিত স্বপনের জানাজা সম্পন্ন হয়েছে।
জানাজায় বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
বুধবার (আজ) বিকাল ৫টায় ইমামবাড়ি শাহী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন,
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লালা, সুজন সভাপতি এডভোকেট আমান উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, বিয়ানীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ,
নিউইর্য়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, তথ্য ওও গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু,
পৌর আওয়ামী লীগের সহসভাপতি খছরুল হক খসরু, পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুস কুদ্দুস টিটু প্রমুখ।
উল্লেখ্য, এডভোকেট স্বপন মঙ্গলবার দিবাগত রাতে হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এডভোকেট স্বপন কসবা বড়বাড়ির শহীদ আব্দুল মান্নানের সন্তান।