রাজনীতিবিদ জাকিরকে নিয়ে জুয়েলের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ৭:২৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেকের মতো তিনিও দলীয় মনোনয়ন পাননি।
এতে তাঁর অনুসারীরা ব্যথিত ও মনোক্ষুন্ন হয়েছেন। কেউ কেউ নির্বাচনে তাঁকে বিদ্রোহী প্রার্থী হওয়ার অনুরোধ করছেন।
কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আপাদমস্তক রাজনীতিবিদ জাকির হোসেন, না পাওয়ার বেদনা নিরবে সয়ে যাচ্ছেন। আদর্শচ্যুত হওয়ার মতো রাজনৈতিক দেউলিয়াপনা হতে রাজি নন।
অতীতে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন, বিজয় নিয়ে ঘরে ফিরেছেন। এজন্য আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মী তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
এবারও তিনি নিরবে সইবেন এবং নৌকার বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী জাকির হোসেনের কাছে এমনটা প্রত্যাশা করছেন।
এদিকে রাজনীতিবিদ জাকির হোসেনকে নিয়ে সাবেক ছাত্রনেতা মাহবুব হোসেন জুয়েল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বিয়ানীবাজারবার্তা২৪.কম’র পাঠকদের জন্য তা তুলে ধরা হলো
মাহবুব জুয়েল লিখেছেন, “ত্যাগিদের ভীড়ে মোহাম্মদ জাকির হোসেন ত্যাগিই রয়ে গেলেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও বারবার এই মানুষটি হয়েছেন অবহেলিত।’
‘ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজও আছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। গত উপজেলা নির্বাচনে তৃনমূলের ভোটে এগিয়ে ছিলেন তিনি। সর্বশক্তি প্রয়োগ করে হারানো হয়েছে।’
‘আমি বা যে কেউ এই হারকে হার বলবে না, এটাকে বলা হয় কৌশলে হারানো। সমর্থন দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সাথে নির্বাচনে কাজ করেছেন।বিদ্রোহী হন নি!:
তিনি লিখেন, ‘এবারও তৃনমূলের ভোট চেয়েছেন, পরিশেষে ভোট আর হয় নি জাকির হোসেন জিতবেন, এই বিবেচনায়।’
‘পরিশেষে আর কতদিন এভাবে এই রাজনীতি মনা মানুষ অবহেলিত হবেন। দীর্ঘদীন আওয়ামী লীগ সরকারে আছে, এই মানুষ কিছুই পাননি।’
‘সবাই পেয়েছেন, সবাই নিয়েছেন। এই মানুষটি শুধুই রাজনীতি করছেন। প্রিয় নেতার জন্য শুভ কামনা সবসময়।”