শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে কাউন্সিলর প্রার্থী বোরহান খান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী ও দক্ষিণখান থানা আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধার সন্তান বোরহান খান (শাহজালালী)।
প্রবীণ এ রাজনীতিকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে।
সোমবার (১১ ফেব্রæয়ারী) জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেট এসে পৌছেন বোরহান খান। রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে টিফিন ক্যারিয়ার প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের বালিঙ্গা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান খান মনাই মিয়া, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ছালিক আহমদ খান, সিলেট জেলা যুবলীগ নেতা রাহাত হোসেন চৌধুরী রাজু, জেলা ছাত্রলীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান, জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাদেক আহমদ খান খোকন, ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল আহমদ চৌধুরী পলাশ প্রমুখ।