Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
গলায় বিস্কুট আটকে প্রভাষকের মেয়ের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে গলায় বিস্কুট আটকে মিতা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমিরন মন্ডল মিলনের মেয়ে।

শনিবার বেলা ১১টার দিকে মিলন মন্ডল কলেজে ও স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে। একপর্যালে গলায় বিস্কুট আটকে গেলে তাপসী মন্ডল টের পান। অবস্থা বেগতিক দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Developed by :