বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন নিউইয়র্ক সফরকালীন সময়ে সিলেট বিভাগীয় উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দের সাথে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এসময় সংগঠনের সভাপতি শেলী মুবদী, সাধারণ সম্পাদক আজিমুর রহমান বোরহান, কো-অর্ডিনেটর খলকু কামাল, কার্যনির্বাহী সদস্য সালেহ চৌধুরী, ফুয়াদ আব্দুল মুমিত, মাসুক মিয়া ও শাহ রকিব আলী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের স্বার্থে সিলেট বিভাগের ৫জন মন্ত্রী, ১জন উপদেষ্ট, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সকল সংসদ সদসকে নিয়ে ঢাকাস্থ জালালাবাদ ভবনে এক গোলটেবিল বৈঠকের আয়োজনের উপর জোর দাবি জানানো হয়।বিশেষ করে ৫জন মন্ত্রীর সাথে শক্তিশালী লবিং এবং সুসম্পর্ক স্থাপন করে দাবিগুলো যাতে জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের কাছে গুরুত্বপূর্ন দাবি দিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। পাশাপাশি তা কাছে এ সমস্ত নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি তিন মাস পর পর ফলোআপের অনুরোধ জানানো হয়।
দাবিগুলো হচ্ছে: ১। ওসমানী এয়ারপোর্টকে একটি প্রথম শ্রেণীর আন্তর্জাতিক মানসম্পন্ন পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর । ২। এয়ারপোর্টের উভয় পাশে গুরুত্বপূর্ণ ২টি বাইপাস নির্মাণ।
৩। সিলেট বিভাগীয় শহরে ফায়ার ব্রিগেড সদর দপ্তর স্থাপন। ৪। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর। ৫। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ কাজ শুরু।
৬। সিলেট-আখাউড়া ডাবল রেল লাইন দ্রুত নির্মাণ। ৭। ছাতক-সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ। ৮। সিলেট-ঢাকা ফোর লেন নির্মাণ।
৯। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন। ১০। সুনামগঞ্জ-নেত্রকোণা চার লেনের মহাসড়ক নির্মাণ।