তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র কোরআনে হাফেজ সংবর্ধনা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার ‘তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ৮টি প্রতিষ্ঠানের পবিত্র কোরআনে হাফেজদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা দু’টায় দাসউরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এতে তিলপাড়া ইউনিয়নের দাসউরা হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া আশরাফিয়া ইসলাম নগর (টুকা) মাটিজুরা, পীরেরচক দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, তিলপাড়া হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা, রজব শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, গোরকটেকা মুমিনপুর হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলনা আব্দুল মজিদ (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও হাজী এমএ মান্নান হাফিজিয়া মাদ্রাসার ২৪ জন কৃতি হাফেজকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক কাউন্সিলর মামুন রশীদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত হাফেজ ও ইউনিয়নের সৃজনমনষ্ক সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ।