সিলেটে বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৫, ৮:২৯ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির মধুবনস্থ কার্যালয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সমিতির সভাপতি প্রফেসর ডাঃ মোঃ আবেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি সমাজের পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা শীতকালে অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অঙ্গীকার। এজন্য প্রতি বছরের মতো এবারও অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। বক্তারা কল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ মহসিন ভূঁইয়া, সহ সভাপতি প্রকৌশলী আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন ও শাহ মোঃ ফজলে আজিম পাটোয়ারী, অর্থ সম্পাদক মো. আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবুল হাসনাত, সহ প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইয়াসিন সুমন, সদস্য মোঃ সেলিম ও আমির হোসেন প্রমুখ।