তিলপাড়া ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র কাউন্সিল ২০ জানুয়ারি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় লন্ডনের একটি হলরুমে আয়োজিত সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক নেওয়াজ, মোঃ ছাদ উদ্দিন, নুরুদ্দিন, শাজাহান আহমদ মান্নান, বেলাল আহমদ, আশিক রহমান প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২০ জানুয়ারি বিজিএম এন্ড কাউন্সিল অনুষ্ঠিত হবে।
এলক্ষে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে ট্রাস্টি হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে, কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।