শনিবার দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৭:০৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস।
আগামী শনিবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। তার দেশে আগমনের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ঐদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
এদিকে, দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি নেতা শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নের শিকার হয়ে আমি এক যুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ায় এখন স্বাধীন দেশে ফিরতে পারব। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আনন্দ অনূভব করছি।
তিনি দলমত নির্বিশেষে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।