বিয়ানীবাজারে ছাত্রদলের মানববন্ধন: গুম, খুনের বিচার দাবি
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৩:০১ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিয়ানীবাজার সরকারি কলেজ প্রধান ফটকের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমের শিকার নেতাকর্মী ও সাধারণ নাগরিকের মুক্তি এবং নির্যাতনকারীদের বিচারে দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আহমদ, শিব্বির আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফছার আহমদ, সাহেদ আহমদ, সুফিয়ান আহমদ, মুর্শেদ আহমদ, কাশিম আহমদ, অমর আহমাদ, ফাহিম আহমাদ, বিয়ানীবাজার পৌর ছাত্রদল নেতা হাসান আহমদ প্রমুখ।