সিলেট জেলা আ’লীগের সভা: সকল অপশক্তি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৪, ১২:৪০ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ আগস্ট) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের এ প্রস্তুতি সভা হয়। এতে কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কমিটির এ সভায় দলের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান আগস্টের কর্মসূচি পালনের পাশাপাশি সকল অপশক্তি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় কমিটির সিনিয়র দায়িত্বশীল নেতারা বক্তব্য রাখেন।
বিস্তারিত আসছে….।