বড়লেখা-জুড়ী-কুলাউড়ায় ৭ দিন থাকবে না বিদ্যুৎ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০১৯, ১:৩৪ পূর্বাহ্ণবড়লেখা: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের আওতাধীন বড়লেখা-জুড়ী এবং কুলাউড়ার আংশিক এলাকায় পল্লী বিদ্যুৎ এর অতীব জরুরী উন্নয়নমূলক কাজের জন্য ৭দিন সকাল-বিকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার পল্লীবিদ্যুতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের অবগতির জন্য আরো জানানো হয়য়, বড়লেখা-জুড়ী এবং কুলাউড়ার আংশিক এলাকায় পল্লী বিদ্যুৎ এর অতীব জরুরী উন্নয়নমূলক কাজের জন্য(যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়ক হবে) আগামী ২২,২৩,২৬,২৭,২৯,৩০ জুন সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ৩ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।