বিয়ানীবাজারে তিলপারা-চন্দরপুর ঘূর্ণঝড়ে লন্ডভন্ড

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৯, ৫:৫২ অপরাহ্ণ
সাত্তার আজাদ:: সিলেটের বিয়ানীবাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছে। হঠাৎ করে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দুর্বল ঘরের টিন উড়িয়ে নেয়, গাছপালা ভেঙে ও উপড়ে ফেলে। তিলপারা চন্দরপুরের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের ৮টি খুঁটি ভেঙে পড়ে। ছিড়ে যায় বিদ্যুতের তার। তবে ভেঙে পড়া বিদ্যুৎ খুঁটি ও ছিড়ে পড়া তার মেরামতের কাজ করছে পল্লীবিদ্যুতের লোকজন।
সেখান থেকে রাসেদা বেগম এই ছবি দিয়ে জানান, বিয়ানীবাজারের শেষ সীমায় চন্দরপুরে গত মধ্যরাতে প্রচণ্ড ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে রাস্তায় গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। গাছপালা কেটে রাস্তা যোগাযোগ পুর্নস্থাপন করা হয়। তবে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় শুক্রবার বিকেল পর্যন্ত বিয়ানীবাজারের অনেক স্থানে বিদ্যুৎ ছিলনা।