শেওলা সেতুর নাম ফলকের উপর পোস্টারের বন্যা
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৯, ৮:৫৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।।
১৯৯৯ সালের ৩১ জুলাই সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ শেওলা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ১৯৯১ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে শেওলা সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে সেতুর নির্মাণ কাজে গতি বৃদ্ধি পায়। ১৯৯৯ সালের ৩১ জুলাই শেওলা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ ২০ বছরের পুরোনে এ সেতুতে করা হয়নি চোখে পড়ার মত উন্নয়নমুলক কোন সংস্কার কাজ। বর্তমানে ব্রীজটির দুই প্রবেশদ্বারের অবস্হা দেখলে আপনিও আতকে উঠবেন। ব্রীজের প্রবেশ মুখের এপ্রোচ রোডের ব্লকের নীচের মাটি সরে গিয়ে দুপাশ নীচে ধেবে গেছে প্রায় ৩০ ভাগ। সামনে আসছে বৃষ্টির মৌসুম,এমতাবস্থায় শুকনো মৌসুমে সংস্কার কাজ না করলে যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় দূর্ঘটনা।
এদিকে ব্রীজের টুল সংলগ্ন পয়েন্ট এলাকায় স্হাপিত উদ্বোধনের নাম ফলকের উপর গম দিয়ে লাগানো হয়েছে শত শত পোস্টার। কেউ ইচ্ছে করলে দেখতে পারবেনা কে উদ্বোধন করেছেন এ সেতুটি। এদিকে উদ্বোধনের পর থেকে আজও চলছে টুল আদাায়। সাধারণ জনগণের জোর দাবি হলো এ সেতু থেকে আর টুুল আদায় না করে যাতে উন্মুক্ত করে দেয়া হয়।